election postpone

পরাজয় নিশ্চিত দেখে নির্বাচনই স্থগিত করলো তৃণমূল, কাল বিক্ষোভে সিপিআই(এম)

জেলা

পরাজয় নিশ্চিত দেখে নির্বাচনই স্থগিত করে দিলো কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের সন্তোষপুর কাতলামাবি হাই মাদ্রাসায়। তৃণমূলের পরাজয় নিশ্চিত দেখে নির্বাচন স্থগিত করে দিলো প্রশাসন।

আগামী ১৪ সেপ্টেম্বর পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল এই কাতলামাবি হাই মাদ্রাসায়। নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছিল। প্রার্থী দিয়েছিল তৃণমূলও। কিন্তু এই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে শাসক দল প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচন স্থগিত করে দিয়েছে। 
মাদ্রাসার প্রধান শিক্ষক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন যে চাঁচল থানার আইসিসি ঐদিন পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না জানানোয় আগামী ১৪ সেপ্টেম্বর পরিচলন সমিতির নির্বাচন স্থগিত করা হল। এই যুক্তিকে অজুহাত বলেই দাবি করছেন প্রগতিশীল প্রার্থীরা।

ঘটনা প্রসঙ্গে সিপিআই(এম) নেতা জমিল ফিরদৌস জানিয়েছেন, "আমরা একশো শতাংশ নিশ্চিত ছিলাম আমরা জয়ী হব। পরাজয় নিশ্চিত বুঝে শাসক দল পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করে নির্বাচন স্থগিত করে দিল।" আগামীকাল সিপিআই(এম)'র তরফে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জমিল ফিরদৌস।
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন