Constitutional Amendmet

সংবিধান সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত লোকসভা

জাতীয়

১৩০ তম সংবিধান সংশোধনীকে কেন্দ্র করে উত্তপ্ত লোকসভা। এদিন বেলা ২টোর সময় লোকসভায় এই সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেশ করা বিলে উল্লেখ করা হয়েছে রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং অন্যান্য কোন মন্ত্রী যদি ৩০ দিনের বেশি সময় জেলে থাকেন তবে তিনি তার পদ খোয়াবেন। পাঁচ বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে সড়ানো যাবে মন্ত্রীত্ব থেকে।
অমিত শাহ এই বিল পেশ করার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশন। বিরোধী সাংসদরা বিলের বিরোধীতা করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। তারা সরাসরি বিলের বিরোধিতা করেন। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় সংবিধানকে অমান্য করা হচ্ছে। এই বিল পাশ এনে ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করতে চাইছে বিজেপি এবং আরএসএস। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যেই যেই রাজ্যের বিরোধীরা সরকার চালাচ্ছে সেই সব সরকার গুলোকে বিপাকে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর এই আইন আনা হয়েছে সেই কাজকে সুক্ষ্ম ভাবে করার জন্য।
এদিন শাহ বিল পেশ করার পর জানান আলোচনার পর যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠানো হবে। তারপর শীতকালিন অধিবেশনে বিল নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারের দাবি রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার জন্য এই বিল। 
প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এই বিল পুরোপুরি অসাংবিধানিক। যে কোন বিরোধী দল শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যা ভাবে কোন মামলায় ফাঁসিয়ে তাকে ৩০ দিন জেলে রাখার পর তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে এবং সরকার ফেলে দেওয়া যাবে।’

বিরোধীদের বিক্ষোভের জেরে বেলা ৩টে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা। সূত্রের খবর কেন্দ্রের পক্ষ থেকে প্রস্তাব রাখা হবে যে বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য।

Comments :0

Login to leave a comment