চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান শুক্রবার জানিয়েছেন যে, ‘অপারেশন সিন্দুর’ এখনও চলছে এবং ভারতের সামরিক প্রস্তুতি এবং সতর্কতা গোটা বছর অবল্বন করতে হবে।’
দিল্লির সুব্রত পার্কের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে শুধু সামরিক দক্ষতাই নয়, বরং ‘তথ্য-যোদ্ধা’, ‘প্রযুক্তি-যোদ্ধা’ এবং ‘জ্ঞানের-যোদ্ধা’এই তিনের সমন্বয়ে গঠিত সেনা সদস্য দরকার হবে।’
জেনারেল চৌহান বলেন, ‘যুদ্ধের কোনও রানার-আপ নেই। তাই যে কোনও দেশের সেনাবাহিনীকে সর্বদা সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে।’
তিনি জানান, ‘একটি উদাহরণ হলো অপারেশন সিঁদুর, যা এখনও চলছে।’ তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে সফল হতে গেলে শুধু অস্ত্রচালনায় দক্ষতা নয়, যুদ্ধবিদ্যা এবং শাস্ত্র উভয়ের গভীর জ্ঞান থাকা প্রয়োজন।’
ভারত ৭ই মে ভোরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে থাকা বহু সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দেয়।
Indian Army
ভারতীয় সেনাকে সজাগ থাকার পরামর্শ জেনারেল অনিল চৌহানের

×
Comments :0