আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনুর্দ্ধ ১৯ দল ঘোষণা করল ভারতীয় ক্ৰিকেট বোর্ড ( বিসিসিআই ) ।১৬জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন আয়ুষ মাহাত্ৰে , বৈভব সূর্যবংশীরা। অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ১৬বছরের চেন্নাই সুপার কিংসের আয়ুশ । এই বছরে তিনি সেরা ইনিংস খেলেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে । ৪৮বলে ৯৪ করেছিলেন আয়ুশ ।এছাড়াও আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ১৪বছরের বৈভব সূর্যবংশী ৩৫বলে শতরান করে রেকর্ড গড়েছেন। এবার এদের দুইজনকেই দেখা আজবে ভারতের জার্সি গায়ে।
ভারতের অনুর্দ্ধ ১৯ দল - আয়ুশ , বৈভব , বিহান , মৌলারাজসিং , রাহুল কুমার , অভিজ্ঞান , হরবংশ সিং , অম্বরীশ , কনিষ্ক চৌহান , খিলান প্যাটেল , হেনিল প্যাটেল , যুধাজিৎ গুহ , প্রণব , মহম্মদ এনান, আদিত্য রানা , আনমোলজিৎ সিং।
আগামী মাসের ২৪তারিখ একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। জুনের ২৭তারিখ হোভের কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। ৩০ও ২তারিখ খেলা হবে নর্থ্যাম্পটনে। ৫ও ৭ তারিখ ওরচেস্টারে। ১২থেকে ১৫তারিখ পর্যন্ত বেকেনহ্যামে মাল্টি ডে ম্যাচ এবং ২০-২৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় মাল্টি ডে ম্যাচে নামবে ভারত। আইপিএলে নিজেদের প্রমান করার পর এবারের পরীক্ষা আরো কঠিন আয়ুশ , বৈভবদের। সুযোগ এসেছে দেশের জার্সি গায়ে সুনাম ও সম্মান অর্জন করানোর।
Comments :0