Bihar BJP

বিহারের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি

জাতীয়

বিহার বিধানসভার নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এদিন ৭১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে দুজন উপ-মুখ্যমন্ত্রীর। বিহার বিধানসভার অধ্যক্ষ নন্দ কিশোর যাদবকে কোন টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। 
বিজেপির পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দানাপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন রাম কৃপাল যাদব, গয়া থেকে প্রেম কুমার লড়াই করেবেন।
আসন ভাগাভাগি নিয়ে এনডিএ শিবিরের মধ্যে অসন্তোষের খবর সামনে এসেছিল। এদিন প্রথম দফার তালিকা ঘোষণার পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আসন সমঝোতা নিয়ে কোন সমস্যা নেই। বিজেপি নেতা সম্রাট চৌধুরির কথায় কে কোন আসনে লড়বে তা এখনও চুড়ান্ত হয়নি। 
আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর।

Comments :0

Login to leave a comment