Mob Lynching

ক্যানিংয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন

জেলা

ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে। দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় তাকে।
জানা গিয়েছে ওই যুবক বার বার দাবি করেন যে তিনি চোর নয়। কিন্তু তাও থামেনি মারধর। মারমুখি এলাকার বাসিন্দারা তাকে মারধর করতে থাকে। পুলিশ এসে উত্তেজিত জনতাকে থামানো চেষ্টা করলেও কোন কাজ হয়নি। পুলিশের সামনেই চলতে থাকে মার। 
মর্মান্তিক এই ঘটনায় এদিন সকালে থেকেই এলাকার মানুষ অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

Comments :0

Login to leave a comment