সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভুষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ছয় মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।
১৯৮৫ সালে বোম্বে হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ শুরু করেন গাভাই। ২০০৫ সালে হন বিচারপতি। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টে ইলেক্টোরাল বন্ড মামলার বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন গাভাই।
বিচারপতি কেজি বালাকৃষ্ণানের পর গাভাই দ্বিতীয় ‘দলিত’ প্রধান বিচারপতি। বিচারপতি গাভাইয়ের বাবা আরএস গাভাই তিনটি রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।
Comments :0