বিহারে কে কত গুলো আসনে লড়বে তা ঠিক হয়েছে এনডিএ’র মধ্যে। কিন্তু আসন সংখ্যা ঠিক হলেও কে কোন আসনে লড়বে সেই নিয়ে নতুন করে শুরু হয়েছে কোন্দল। সূত্রের খবর চিরাগ পাসওয়ালের দলের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ এবং মাতিহানি আসন দাবি করা হয়েছে, আসন দুটি যথাক্রমে বিজেপি এবং জেডিইউ’র দখলে।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহার নির্বাচনে বিজেপির ভারপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধান জানান ২৪৩টি আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ উভয় ১০১টি আসনে লড়বে। চিরাগের দল লড়বে ২৯টি আসনে, রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আম মোর্চা ছয়টি করে আসনে লড়বে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই আসন সমঝোতা ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে বাতিল হয় সেই সাংবাদিক সম্মেলন। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
এমন আলোচনাও শোনা যাচ্ছে যে চিরাগ প্রশান্ত কিশোরের সঙ্গেও আলোচনার আগ্রহ দেখিয়েছেন।
Bihar
বিহারে আসন ভাগাভাগি নিয়ে অশান্তি এনডিএ শিবিরে

×
Comments :0