রাষ্ট্রপতি ভবনের উপ-রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। এদিনের উপ-রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পদত্যাগের প্রথম প্রকাশ্যে দেখা গেলো প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
গত ২১ জুলাই স্বাস্থ্যের কারণ দেখিয়ে আচমকা পদত্যাগ করেন ধনখড়। রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা, কেন তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের পর প্রাক্তন উপ-রাষ্ট্রপতিকে প্রকাশ্য কোন অনুষ্ঠানে দেখা যায়নি।
তার পদত্যাগের পর নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। আগামী পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাধাকৃষ্ণণ।
এনডিএ’র পক্ষে সমর্থন লোকসভায় ২৯৩, রাজ্যসভায় ১২৯। মোট ৪২২। দুই কক্ষ মিলিয়ে ‘ইন্ডিয়া’-র পক্ষে রয়েছে ৩২৪ সাংসদের সমর্থন। উপ রাষ্ট্রপতি নির্বাচনে তার কাছাকাছি ভোট পড়েছে দুই শক্তির।
Vice President
শপথ নিলেন রাধাকৃষ্ণান

×
মন্তব্যসমূহ :0