CPIM POLIT BUREAU

জাতীয় স্বার্থে প্রতিনিধি দলে থাকবেন সিপিআই(এম) সাংসদরা বিবৃতিতে বললো পলিট ব্যুরো

জাতীয়

বৃহত্ত্বর জাতীয় স্বার্থকে মাথায় রেখে সাংসদের প্রতিনিধি দলে অংশ নেবেন সিপিআই(এম) সাংসদরা, বিবৃতি দিয়ে বললো সিপিআই(এম) পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সিপিআই(এম) রাজ্যসভার দলনেতাকে জানানো হয়েছে সাংসদের একাধিক প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অবস্থান স্পষ্ট করে। এই বিষয় জাতীয় স্বার্থকে মাথায় রেখে সিপিআই(এম) সাংসদরা প্রতিনিধি দলে অংশ নেবেন।’’ 
উল্লেখ্য অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেছে পলিটব্যুরো। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ছিলেন সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হলেও তারা পহেলগাম হামলা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের কোন বিশেষ অধিবেশন ডাকলো না, যা অত্যন্ত দুঃখজনক। সরকারের কাছে আবেদন জানাবো দ্রুত একটি বিশেষ অধিবেশন ডাকার। কারণ দেশের মানুষের কাছে বিভিন্ন বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকা হয়। সেখানে অপারেশন সিঁদুরের বিষয় বিস্তর জানানো হয়। পলিটব্যুরোর বক্তব্য সরকারের এই আচরণ বৈষম্যমূলক। বিবৃতিতে বলা হয়েছে জাতীয় স্বার্থ জড়িত এমন একটি বিষয় নিয়ে এই বৈষম্য কাম্য নয়। সরকারের উচিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বিষয় বৈঠকে বসার।
পঘেলগাম ঘটনা এবং অপারেশন সিঁদুরের পর থেকে লাগাতার সাম্প্রদায়িক প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি এবং আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন। নিশানা করা হয়েছে কর্ণেল সোফিয়া কুরেশিকেও। পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে এই ধরনের সাম্প্রদায়িক উষ্কানি বন্ধ করার।

Comments :0

Login to leave a comment