DURAND FINAL JUSTICE

ডুরান্ড ফাইনালেও বিচারের দাবি উঠল গ্যালারিতে

খেলা

শনিবার যুবভারতীর গ্যালারিতে বিচারে দাবি।

গ্যালারিতে ফের সেই টিফো। আর জি কর হসপাতালে ধর্ষণ খুন কাণ্ডের বিচার চাই। ‘হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই’। 
শনিবার ডুরান্ড ফাইনালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে মোহনবাগানের ফাইনাল চলছে। এদিনও গ্যালারিতে  বিচারের আবেদন জানিয়ে ঝুলছে টিফো। 
গ্যালারিতে টিফো আটকাতে প্রশাসন তৎপর হলেও কলকাতা হাইকোর্টের রায়ে টিফোর ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়নি। এর আগে গ্যালারিতে প্রতিবাদের ঢেউ ছড়ানোর ভয়ে বাতিল হয়েছিল যুবভারতীতে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। কিন্তু সমর্থকরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন বিচার চাইতে। ছিল এই দুই বড় দলের সঙ্গে আরেক বড় দল মহামেডানের পতাকাও। 
ডুরান্ড ম্যাচ কলকাতা থেকে সরানোও হয়েছিল। তবে গ্যালারিতে বিচারের দাবিতে প্রতিবাদের ঢেউ আড়াল করা যাচ্ছে না।
শনিবারই সল্টলেকে স্বাস্থ্যভবন থেকে সিবিআই’র সদর দপ্তর সিজিও কমপ্লেক্স অভিমুখে মিছিল করছেন চিকিৎসকরা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন