তামিলনাড়ু থেকেই বেছে নেওয়া হোক উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী। ইন্ডিয়া মঞ্চের কাছে ডিএমকের পক্ষ থেকে এমন আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী বছর তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের রাজ্যপাল তথা তামিলনাড়ুর মানুষ সিপি রাধাকৃষ্ণানকে প্রার্থী করেছে এনডিএ। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে যা চমক হিসাবেই দেখছেন অনেকে।
গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই এআইএডিমকের পক্ষ থেকে পালানাস্বামী রাজ্যের সব সাংসদদের কাছে আবেদন জানিয়েছেন তাকে সমর্থন জানানোর জন্য। বিজেপি তামিলনাড়ু শাখার পক্ষ থেকেও রাজ্যের সব দলের কাছে এমনকি শাসক ডিএমকের কাছে আবেদন জানানো হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করার জন্য। তাদের যুক্তি তামিলনাড়ুর আবেগের কথা মাথায় রেখে নির্বাচনে তাকে সমর্থন করা উচিত রাজ্যের সব রাজনৈতিক দলের।
ডিএমকের পক্ষ থেকে টিকেএস ইলানগোভান সংবাদমাধ্যমের কাছে বলেছেন, সিপি রাধারকৃষ্ণানকে বিজেপি রাজ্যের প্রতিনিধি হিসাবে দেখাতে চাইছে। কিন্তু তিনি আসলে বিজেপির বিশ্বস্ত। সূত্রের খবর রাজনাথ সিং স্টালিন সহ একাধিক বিরোধী নেতার সাথে যোগাযোগ করেছেন এবং আবেদন জানিয়েছেন তাদের প্রার্থীকে সমর্থন করার জন্য।
উল্লেখ্য এর আগে যত গুলো রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে শাসক এবং বিরোধী দুই প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে। কিন্তু কোন সময় রাজ্যের আবেগ বা নির্দিষ্ট কেন এলাকার আবেগকে ব্যবহার করতে দেখা যায়নি কোন পক্ষকেই। রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিজেপিকে বলতে শোনা যায়নি যে ঝাড়খন্ডের সব সাংসদের তাকে সমর্থন করার জন্য। তবে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ধনখড়কে ঘুরিয়ে সমর্থন দিয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালিন জগদীপ ধনখড়কে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করে এনডিএ। নিজেদের জয় সুনিশ্চিত করার জন্য তৃণমূলকে তারা নিজেদের দিকে টানে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে তারা ধনখড়ের বিরোধীতা করবেন না রাজ্যের কথা মাথায় রেখে। এবার ফের সেই একই ভাবে রাজ্যের আবেগকে কাজে লাগাতে চাইছে এনডিএ।
Vice President Election
তামিলনাড়ুর কাউকে করা হোক প্রার্থী উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ‘ইন্ডিয়ার’ কাছে আবেদন ডিএমকে’র

×
Comments :0