ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ময়নাগুড়ির যুব ফেডারেশন ডিওয়াইএফআই'র একাধিক দল রাতভর কাজ করছে। প্রশাসনিক সাহায্য অপ্রতুল থাকায় যখন বহু মানুষ দিশাহারা, তখন এই যুব উদ্যোগই দুর্গতদের কাছে বড় ভরসা হয়ে উঠেছে। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, বেতগাড়া, চারেরবাড়ি—এই তিনটি অঞ্চলে বন্যাপীড়িতদের হাতে তুলে দেওয়া হচ্ছে শুকনো খাবার, পানীয় জল, দুধ, স্যানিটারি ন্যাপকিন, চাল, ডাল, আলু, সয়াবিন এবং নতুন জামাকাপড় সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বন্যার কারণে ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে রাতভর এই সহায়তা পৌঁছে দিচ্ছেন ডিওয়াইএফআই কর্মীরা।
এই মানবিক ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ডিওয়াইএফআই জেলার সভাপতি অর্পণ পাল, অপূর্ব সরকার, সম্রাট চক্রবর্তী ও দীপঙ্কর পাল। তাঁদের সঙ্গে ময়নাগুড়ির ছাত্র ও যুব নেতৃত্বের সক্রিয় সদস্যরাও অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “প্রশাসনিক সাহায্য এখনও পর্যাপ্ত নয়, তাই ডিওয়াইএফআই'র এই উদ্যোগই এখন তাদের একমাত্র ভরসা।” এই কর্মযজ্ঞে অংশ নিয়ে অর্পণ পাল বলেন, “মানুষের পাশে থাকাই এখন সবচেয়ে বড় কাজ। এই বিপর্যয়ে সবাইকে একসঙ্গে লড়তে হবে।” ত্রাণ বিতরণের পাশাপাশি, যুব কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জল নামার পর সংক্রামক রোগের বিস্তার রোধ করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু করেছেন। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, তাঁদের এই চলমান ত্রাণ কার্যক্রম আগামী কয়েকদিনও অব্যাহত থাকবে।
North Bengal Flood
ময়নাগুড়িতে দুর্গতদের পাশে ডিওয়াইএফআই

×
Comments :0