ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৩ নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানার সারাভা গ্রামে নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। এই লুধিয়ানাতেই ১৯৮০ সালের ৩ নভেম্বর ডিওয়াইএফআই প্রতিষ্ঠা হয়েছিল। আগামীকালকের সমাবেশে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হান্নান মোল্লা, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বর্তমানে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এমএ বেবি, প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড অশোক ধাওয়ালে সহ নেতৃত্ব।
এছাড়া উপস্থিত থাকবেন নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা শহীদ -এ -আজম ভগত সিং-এর ভাগ্নে প্রফেসর জগমোহন সিং, স্বাধীনতা সংগ্রামী সুখদেব থাপরের ভাইপো অশোক থাপর। এছাড়াও উপস্থিত থাকবেন পাঞ্জাবের ডিওয়াইএফআই এবং গণআন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।
DYFI
আগামীকাল পাঞ্জাবে ডিওয়াইএফআইয়ের সমাবেশ
×
Comments :0