Nagrakata Elephant

নাগরাকাটা চা-বাগানে দলছুট হাতি, ফেরানো হলো জঙ্গলে

জেলা

সোমবার বিকেল তিনটা নাগাদ নাগরাকাটা চা-বাগানে ঢুকে পড়া একটি দলছুট হাতিকে তৎপরতার সঙ্গে জলঢাকা নদী পার করিয়ে চাপরামারি জঙ্গলে ফেরাল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বেশ কয়েকটি হাতি নাগরাকাটা বস্তির ধানখেতে ঢুকে পড়ে। পরে বনকর্মীরা দলটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। তবে একটি হাতি আলাদা হয়ে পড়ে নাগরাকাটা চা-বাগানের ১১ নম্বর সেকশনে ঢুকে যায়। এর ফলে আতঙ্কে চা-বাগানের কাজ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাড়িয়ে নাগরাকাটা বস্তি হয়ে জলঢাকা নদী পার করিয়ে চাপরামারি জঙ্গলে ফেরান।
হাতিটিকে দেখতে প্রচুর কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়।

Comments :0

Login to leave a comment