Indian army

লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে : ভারতীয় সেনা

জাতীয়

যে কোন ধরনের প্রযুক্তি মোকাবিলা করার জন্য তৈরি ভারতীয় বায়ু সেনা, সাংবাদিক সম্মেলনে বললেন ভারতীয় বায়ুসেনার ডিজি এয়ার মার্শাল একে ভারতী। এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের সেনা বাহিনীকে নিশানা করা হয়। একে ভারতী বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান এই সংঘাতে সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। দেখা গিয়েছে পাকিস্তানের সেনা সন্ত্রাসবাদীদের রক্ষা করার জন্য ভারতের সঙ্গে সংঘাতে নেমেছে। তার প্রত্তুত্তর ভারত দিয়েছে।’’
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনা তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানের কোন পরমাণু কেন্দ্রে হামলা করা হয়নি। এয়ার মারশ্যাল একে ভারতী বলেন, ‘‘আমরা কিরানা হিল আক্রমণ করিনি।’’ তিনি আরও বলেন, ভারতীয় সেনার পক্ষ থেকে যে যে জায়গায় প্রত্যাঘাত হানা হয়েছে তার মধ্যে কিরানা হিল নেই। ভারতীয় সেনার পক্ষ এদিন আরও একবার জানানো হয়েছে পাকিস্তানের সেনা বা সেই দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে ভারতীয় সেনার লড়াই নয়, লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। 

এদিন দু’দেশের ডিজিএমও স্তরের বৈঠক রয়েছে বিকেল পাঁচটায়। বলা বারোটায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছানো হয়। গত শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি চালু রয়েছে। তারই পর্যালোচনা হবে ডিজিএমও স্তরের বৈঠকে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে অংশ নেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাইও।

Comments :0

Login to leave a comment