জলদাপাড়ার হলং বাংলো আগুনে সম্পূর্ন ভস্মীভূত। এখনো জ্বলছে ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ বাংলোটিতে আগুন ধরে যায়। পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলোটি। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
ভস্মীভূত হওয়ার আগের ছবি।
বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তবে ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে এই সময় কোনও পর্যটক ছিলেন না। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের কোনও খবর এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গে।
মন্তব্যসমূহ :0