Flood situation at west medinipur

বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে

জেলা

ভয়াবহ পরিস্থিতি।  গতকাল রাত থেকে আজ এখন অবধি ডেবরা  ব্লকে তিনটি, দাসপুর ব্লকের চারটি, দাসপুর ২ ব্লকে দুই স্থানে নদী পাড় ভেঙে প্লাবিত হয়েছে ৮৯০ অধিক মৌজা। পানীয় জলের সংকোট।  সরকারি  ভাবে জলমগ্ন এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কোনো পদক্ষেপ নেই। জেলা দাসপুর, ঘাটাল চন্দ্রকোনা ডেবরা ব্লক গুলির একাধিক স্থানে নদী বাঁধে ফাটল। নদীর  বাঁধের গুড়ি আলগা হয়ে ঘোল পড়ে বিপদ জনক ভাবে জল আটকাতে গ্রামের মানুষ রাত জেগে নিজের দের খরচে বাঁধ আটকাতে রাত  জেগেছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন