সাউথ ক্যালকাটা ল’কলেজের ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ফরেন্সিক রিপোর্টে উঠে এলো তিন অভিযুক্তের নাম। কলকাতা পুলিশ সূত্রে তিন অভিযুক্তের মোবাইল ফোন এবং রক্তের নমুনা পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। সেখানেই দেখা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত এই তিনজনই, তাদের নমুনা ম্যাচ করে গিয়েছে। পুলিশ সূত্রে খবর এই রিপোর্ট ম্যাচ করায় অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমান করতে তাদের সুবিধা হবে।
বর্তমানে মনোজিৎ মিশ্র সহ বাকি দুজন অভিযুক্ত জেলে রয়েছেন। গত ২৭ জুন কসবা কাণ্ডে নির্যাতীতা সব তিন অভিযুক্তের ডিএনএ’র নমুনা সংগ্রহ করে পুলিশ। লালবাজার সূত্রে খবর এই চারজনের ডিএনএ’র নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। গত ২৫ জুন বুধবার রাতে বিজন সেতুর সামনে সাউথ কলকাতা ল’কলেজে গণধর্ষণের শিকার হয় এক পড়ুয়া। তার অভিযোগের ভিত্তিতে ২৬ জুন গ্রেপ্তার করা হয় তিনজনকে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি, বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী। অভিযোগ সে এবং দুজন ছাত্র এই ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নেতৃত্বে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল। নির্যাতীতার বয়ান অনুযায়ী ঘটনার দিন রাতে তাকে মনোজিৎ এবং বাকি দুই অভিযুক্ত ইউনিয়ন রুমে যৌন হেনস্তা করে। তারপর তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়। নির্যাতীতাতে তাতে রাজি না হলে তখন তিনজন তাকে গণধর্ষণ করে এবং গোটা বিষয়টা ভিডিও করে। হুমকি দেয় কোথাও জানালে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। ঘটনার পর নির্যাতীতা কসবা থানায় অভিযোগ দায়ের করেন।
Kasba Rape Case
কসবা কাণ্ডে মিলে গিয়েছে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট

×
Comments :0