india vs england test series

দ্বিতীয় টেস্টে এজবাস্টনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

খেলা

এজবাস্টনে বুধবার প্রত্যাবর্তনের  আশায় নামবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে শুভমন গিলরা। তবে ম্যাচ শুরুর আগেই মুখভার এজবাস্টনের আকাশের। স্থানীয় সময় সকাল ১১টা থেকে ( ভারতীয় সময় দুপুর ৩:৩০ ) শুরু হবে এই ম্যাচ। তার আগে স্থানীয় সময় সকাল ৯ টা থেকে ১০টায় ( ভারতীয় সময় দুপুর ১:৩০ থেকে ২:৩০টা ) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এজবাস্টনে। তারপর ফের সন্ধ্যা ৭টায় ( ভারতীয় সময় রাত ১১:৩০টায় ) হতে পারে বৃষ্টি। এজবাস্টনের  বর্তমান তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস , আদ্রতা রয়েছে প্রায় ৭৫ শতাংশ। তবে ম্যাচ চলাকালিন ঠান্ডা হাওয়া থাকতে পারে। ফলে খেলোয়াড়দের খুব একটা অস্বস্তির সম্মুখীন হতে হবেনা। প্রায় ১৪কিমি প্রতি ঘন্টায় বইতে পারে হাওয়া। ফলে সুবিধা পেতে পারেন সুইং বোলাররা। লিডসে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বুমরাহহীন ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া।   

Comments :0

Login to leave a comment