india vs england test series

লর্ডসে কঠিন অবস্থা, ভারত ১১৭/৮

খেলা

এখনও বাকি ৭৬ রান। হাতে মাত্র ২ উইকেট। ক্রিজে বুমরা এবং জাদেজা। তৃতীয় টেস্টের ৫ম দিনে কঠিন অবস্থায় ভারত।  সোমবার লর্ডসে ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ চলছে । ৯০ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৫ রান। তবে দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেন শুভমন গিলরা। কেএল রাহুল ও ঋষভ পন্থ তখনও ক্রিজে। লর্ডসের বোলিং পিচের সুবিধা দারুণভাবেই নিয়ে চলেছেন বেন স্টোকসরা। ফলে কমসংখ্যক রান হলেও ভারতের জন্য তা কষ্টসাধ্য হয়ে উঠেছে। ব্রাইডন কার্স দু’টি এবং স্টোকস ও আর্চার একটি করে উইকেট নিয়েছেন।  গত টেস্টে দুরান্ত পারফরমেন্স করেছিলেন ঋষভ পন্থ । ফলে পন্থ ও রাহুল জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত। তবে কাজ হয়নি। এই ম্যাচ জিতলেই সিরিজে ২-১ এগিয়ে যাবে ভারত। কিন্তু এখন লড়াই হার বাঁচানোর। ম্যাচের সময় হাল্কা মেঘাছন্ন থাকবে আকাশ। আর্দ্রতা থাকতে পারে প্রায় ৪২শতাংশ। তাপমাত্রা থাকবে ২৬ডিগ্রি সেলসিয়াস।   

Comments :0

Login to leave a comment