ISF

আইএসএফের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ধর্মতলায়, গ্রেপ্তার নওশাদ সহ অনেকে

রাজ্য

এসআইআর এবং সংশোধীত ওয়াকফ আইনের বিরোধীতায় আইএসএফের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ধর্মতলা। বুধবার ধর্মতলা থেকে এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে মিছিলের ডাক দেয় আইএসএফ। মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আইএসএফের অভিযোগ তাদের এই মিছিল আটকানোর জন্য প্রথম থেকে সক্রিয় ছিল পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রাখে, আইএসএফ যাতে কোন ভাবে মিছিল করতে না পারে তার জন্য।
মিছিল শুরু হওয়ার মুখে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে বচসা শুরু হয় আইএসএফ কর্মীদের। গ্রেপ্তার করা হয় অনেককে। নওশাদের সাথেও তর্ক হয় পুলিশের। নওশাদের অভিযোগ পুলিশ তার গায়ে হাত তুলেছে। প্রথম নওশাদকে আটক করা হলে সে প্রিজন ভ্যান থেকে নেমে আসে। তারপর আবার জোড় করে পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে খবর আটক করে সবাইকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে।
ডিসি সেন্ট্রালের পক্ষ থেকে জানানো হয়েছে আইএসএফের এই কর্মসূচিতে কোন অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment