Rohit & Virat's Farewell

বিরাট ও রোহিতকে বিদায়ী সংবর্ধনার কথা বললেন কুম্বলে

খেলা

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট ও রোহিত শর্মা মাত্র ৫দিনের ব্যবধানেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সফরে এই কারণে সমস্যায় পড়তে পারে দল। তবে এই দুই ক্রিকেটার অনেক কিছুই দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। তাই তাদের একটি বিদায়ী সংবর্ধনার দেওয়ার কথা বলেছেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। বিসিসিআইকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ' আমার মনে হয়  বিরাট এবং রোহিতকে একটি বিদায়ী সংবর্ধনা দেওয়া উচিত ।আমি জানি যে এইটা সোশ্যাল মিডিয়ার সময়। তাই অনেক সমর্থকরাই সেখানে হাজির হবেন। রোহিতদের জন্য গলা ফাটাবেন '। এই দুইজনের প্ৰস্থানে ভারতীয় ক্রিকেটে যে একটি শূন্যতার সৃষ্টি হবে এবং আসন্ন ইংল্যান্ড সফরেও তার প্রভাবের ব্যাপারে  তিনি জানিয়েছেন ' রোহিত বেশ কিছুদিন দলের অধিনায়ক ছিলেন। তিনি অবসর নিয়েছেন। বিরাট সবথেকে মার্জিত অধিনায়কত্ব করেছেন । এই দুইজনের মধ্যে যেকোনো একজনকে আমাদের দরকার ছিল ইংল্যান্ড সফরে '। এই দুইজনের অনুপস্থিতিতে ভারত শুধু নতুন এক অধিনায়ক পাবে এটাই নয় । পরিবর্তন হতে পারে ব্যত্তিযং লাইন আপেও। মোট ৫টি টেস্ট খেলা হবে ইংল্যান্ডে। এই সিরিজের ফলাফল যুক্ত হবে আগামী ২০২৫\২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। এই সিরিজ শুরু হবে আগামী ২০জুন লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে।    

Comments :0

Login to leave a comment