Bihar

আসন সমঝোতা নিয়ে তেজস্বীর সাথে বৈঠক বেবির

জাতীয়

বিহারের আসন সমঝোতা নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের সাথে বৈঠক করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। এদিন তেজস্বীর বাসভবনের বৈঠকে বেবির সাথে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য অশোক ধাওয়ালে, এ বিজয়রাঘবন, বিহারের রাজ্য সম্পাদক লালন চৌধুরি, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অবদেশ কুমার এবং বিহারের পরিষদীয় নেতা অজয় কুমার। দীর্ঘ সময় ধরে চলে বৈঠক।
বিহার বিধাসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়ার দ্বিমুখি লড়াই। ভোটের দিন ঘোষণা পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। 
রাষ্ট্রীয় জনতা দলের একটি সূত্র জানিয়েছে যে তেজস্বী যাদবের নেতৃত্বে ১২৫টি আসনে লড়তে পারে দল। ৫০-৫৫ আসনে লড়তে পারে কংগ্রেস। বামপন্থী তিন দল, সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশন লড়তে পারে ৩৫ আসনে। মুকেশ সাহনির দল ভিআইপি-কে দেওয়া হতে পারে ২০টি আসন। 
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে রাজ্যে ‘ভোটাধিকার যাত্রা’-য় অংশ নিয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রায় সব দল। রাজ্যে বিপুল জনসমর্থনও দেখা গিয়েছে। তেজস্বী যাদবের সঙ্গে রাহুল ঘুরেছেন বিস্তীর্ণ এলাকায়। 
তবে কংগ্রেস গতবারের মতো ৭০ আসনে লড়বে না বলেই জানা যাচ্ছে। 
সোমবারই বিহারের ২৪৩ আসনের বিধান ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬ ও ১১ নভেম্বর ভোট হবে বিহারে। ফল গণনা হবে ১৪ নভেম্বর। কিন্তু এই নির্বাচনে বিরোধী শিবিরে সবচেয়ে বড় সন্দেহ রয়েছে কমিশনের ভূমিকা নিয়েই। অভিযোগ, বিজেপি’র দাবি অনুযায়ী ভোট দু’দফায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতবার তিন দফায় ভোট হয়েছিল বিহারে।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন, অত্যন্ত বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার পর বিহারে নির্বাচনের সূচি স্থির হয়েছে। এই নির্বাচন হচ্ছে এমন এক রেফারির তত্ত্বাবধানে যে একটি পক্ষের হয়ে সর্বদা কাজ করে চলেছে। জনতা ঐক্যবদ্ধ থাকলে জয় হবেই।
বিহারের সরকারে আসীন বিজেপি, জেডিইউ জোট এনডিএ’র শরিকদের মধ্যেও আলোচনা চলছে আসন বোঝাপড়া নিয়ে। এলজেপি’র চিরাগ পাসোয়ান ৩০টি আসনের দাবি জানিয়েছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার দিল্লিতে চিরাগের বাসভবনে বৈঠক করেছেন। জিতন রাম মাঝি ১৫টি আসনের দাবি করেছেন বলে জানা যাচ্ছে। এমন আলোচনাও শোনা যাচ্ছে যে চিরাগ প্রশান্ত কিশোরের সঙ্গেও আলোচনার আগ্রহ দেখিয়েছেন।

Comments :0

Login to leave a comment