Birsinha Road

অবরোধে তোলপাড় বীরসিংহ, বেহাল রাস্তায় আধিকারিকদের হাঁটালো জনতা

জেলা

বীরসিংহের গ্রামে বেহাল রাস্তা।

গ্রামের রাস্তা অবিলম্বে মেরামতের দাবিতে রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ অবরোধ চলল বীরসিংহে।
বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকার কোমরসা মৌজায় ব্যস্ততম সড়কের ওপর অবরোধ বিক্ষোভে সামিল হন স্থানীয় চারটি মৌজার মানুষ। ফলে বীরসিংহ ও খড়ার যাওয়ার দুই রাস্তাই স্তব্ধ হয়ে যায়।
বীরসিংহ উন্নয়ন পর্ষদ যে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। দুর্নীতি চালাচ্ছে, জনতার ক্ষোভ তার বিরুদ্ধে। সকাল নয়টা থেকপ বিকাল তিনটা পর্যন্ত অবরোধ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। 
গত ৮-১০ বছর ধরে ওই কোমরসা মৌজার সড়ক রাস্তা থেকে এলাকার চারটি মৌজা যাওয়ার তিন কিলোমিটার গ্রামীণ রাস্তা বেহাল। গ্রাম পঞ্চায়েত দপ্তর বলে তার দায় ভার বীরসিংহ উন্নয়ন  পর্ষদের। অপরদিকে এই পর্ষদের চেয়ারম্যান এবং মহকুমা শাসক সুমন বিশ্বাস গত চার বছর ধরে আশ্বাস দিয়েও রাস্তার সংস্কার করেননি। 
কিন্তু বীরসিংহ গ্রামে কোটি কোটি টাকা খরচ করে জোড়া জোড়া ফলক গেট বসানো হচ্ছে। মানুষ পানীয় জল পাচ্ছেন না, বেহাল রাস্তায় হাঁটতে পারছেন না। 
এদিন বিক্ষোভকারীরা বলেন, স্থানীয়দের প্রতিদিনের প্রয়োজনের কাজ না করে লুট চলছে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে মহকুমা শাসক সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও তৃণমূলের নেতারা যান। তাঁদের ঘিরেও তুমুল বিক্ষোভ চলে।
জনরোষের চাপে ওই চার কিলোমিটার বেহাল রাস্তা হেঁটে পরিদর্শন করতে বাধ্য হন মহকুমা শাসক সহ ব্লক আধিকারিকরা। তাঁরা মেরামতের আশ্বাস দেন। 

Comments :0

Login to leave a comment