ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল প্রকাশ হয়নি এবার মেডিকেলের স্নাতক স্তরে ভর্তি বন্ধ রাখার নির্দেশ জারি করলো রাজ্য। এদিন ডিরেক্টের অফ মেডিকেল এডুকেশন ইন্র্সজিৎ সাহার সই করা সেই নির্দেশিকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।
ওসিবি সংক্রান্ত মামলার কারণে এখনও পর্যন্ত জয়েন্টের ফল প্রকাশ হয়নি। কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের এপ্রিল মাসে ওবিসি সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তা লঙ্ঘন করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্রারান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে পুরানো (ওবিসি) সংরক্ষণ বিধি মেনে মেধা তালিকা তৈরি করতে হবে। যে মেধা তালিকা তৈরি হয়েছে তা সঠিক পদ্ধতি মেনে হয়নি।
আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজ্য সরকার সম্প্রতি নতুন করে একটি সংরক্ষণ তালিকা তৈরি করেছে। সেই তালিকার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে।
Medical Admission
বন্ধ মেডিকেলে স্নাতকের ভর্তি

×
Comments :0