কমরেড ভিএস অচ্যুতানন্দনের স্কুলে পড়েছিলেন ক্লাস সেভেন পর্যন্ত। কিন্তু তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন মানুষের মধ্যে কাজ করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুশীলন করে তিনি নিজেকে তৈরি করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে।
বুধবার দিল্লিতে এইচকেএস ভবনে প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেতা ভিএস অচ্যুতানন্দনের স্মরণসভায় একথা বলেছেন পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবি। গত ২১ জুলাই প্রয়াত হন সিপিআই(এম)’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং গণআন্দোলনের শীর্ষ নেতা অচ্যুতানন্দন। জনতার কাছে তিনি ছিলেন ‘ভিএস’। কেরালার মুখ্যমন্ত্রীর দায়িত্ব, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্যের দায়িত্বও পালন করেছিলেন তিনি।
বেবি বলেন, ‘‘সমাজের সব থেকে নিপীড়িত অংশের স্বার্থ রক্ষার জন্যই তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মানুষের স্বার্থ রক্ষা করার জন্যই তিনি লড়াই করে গেছেন। যেখানেই অবিচার হয়েছে, ভিএস সেখানেই লাল পতাকা হাতে পৌঁছে গেছেন। কমিউনিস্ট কর্মী ও সমাজের সকল অংশের মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করেছেন।’’
এদিন স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীণ সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, মারিয়াম ধাওয়ালে, বিজু কৃষ্ণান, অমরা রাম সহ বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ।
বেবি বলেন, ‘‘আমি ভিএস’র সঙ্গে সিপিআই(এম)’র সংশ্লিষ্ট জেলা কমিটি, কেরালা রাজ্য কমিটিতে ও রাজ্য মন্ত্রিসভায় একসঙ্গে কাজ করেছি। একজন কমিউনিস্ট হিসেবে তাঁর সমাজের প্রতি দায়বদ্ধতা ও প্রান্তিক অংশের মানুষের প্রতি কর্তব্যবোধ বারবার লক্ষ্য করেছি। ভিএস যখন কেরালার মুখ্যমন্ত্রী আমি শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। দেখেছি সরকারি আধিকারিকদেরও তিনি বুঝিয়ে দিতেন যে সমাজের প্রান্তিকতম অংশের স্বার্থরক্ষাই তাঁর অগ্রাধিকার।’’
বেবি বলেন, ‘‘ছোটবেলা থেকেই ভিএস অত্যন্ত যন্ত্রণা ও কষ্টের মধ্যে বড় হয়েছেন। অনেক ছোট বয়সেই তাঁর বাবা-মা প্রয়াত হন। বাবা প্রয়াত হওয়ার পর লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। কমিউনিস্ট আন্দোলনে যোগদান করেন তিনি। পরাধীন ভারতে পুন্নাপ্রা ভায়লার আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখেন। তিনি একাধিকবার বিধায়ক পদে নির্বাচিত হন। তিনবার কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন।’’ বেবি বলেন, ‘‘কেরালায় সিপিআই(এম)’র সংগঠন তৈরিতে ও পার্টিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তাঁর বিরাট অবদান রয়েছে।’’
VS Achuyutanandan
প্রান্তিকতম অংশের স্বার্থরক্ষাই ছিল অগ্রাধিকার, ভিএস-র স্মরণসভায় বেবি

×
Comments :0