আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আগেই একটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহারে বিজেপি-জনতা দল (ইউ) সমঝোতায় এই ঘোষণা সম্যা তৈরি করবে কিনা চলছে আলোচনা।
বিহারের তফসিলি জাতি সংরক্ষিত আসন রাজপুর বিধানসভা আসনে প্রার্থীপদে দলের নেতা এবং প্রাক্তন মন্ত্রী সন্তোষ নিরালার নাম ঘোষণা করে দিয়েছেন নীতীশ কুমার। বক্সারে এক অনুষ্ঠানের মঞ্চে জনতা দল (ইউ) নেতার এই ঘোষণার সময় মঞ্চে ছিলেন বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
বিহারে নীতীশকে কোণঠাসা করার অভিযোগ পাঁচ বছর আগেই বিধানসভা ভোটের সময় উঠেছিল বিজেপি’র বিরুদ্ধে। এনডিএ শরিক রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি নীতীশের বিরুদ্ধে প্রার্থী দিলেও বিজেপি’র বিরুদ্ধে দেয়নি।
বক্সারে নীতীশ বলেন, ‘‘আমরা জনতার জন্য পাঁচ বছর কাজ করেছি। নিরালাই রাজপুর কেন্দ্রে প্রার্থী হবেন।’’
২০২০’র বিধানসভা ভোটে নীতীশের জনতা দল (ইউ) লড়ে ১১৫ আসনে। এক সময়ে ছোট শরিক বিজেপি সমানে সমানে উঠে এসে লড়েছিল ১১০ আসনে। ভোটে জেডিইউ জয়ী হয় ৪৩ আসনে, ৭৪ আসনে জয়ী হয় বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশকে সরানো হয়নি।
তবে জনতা দল (ইউ)’র মুখপাত্র নীরজ কুমার বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। ২০২০-তে হারের আগে নিরাই ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। এলাকার মানুষের সঙ্গে কথাও বলছিলেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর মনে হয়েছে নিরালার এবার প্রার্থী হওয়া উচিত।’’
৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পর বিজেপি এবং জনতা দল (ইউ) নেতৃত্বের বসার কথা রয়েছে। দু’দল এখনও পর্যন্ত সমান আসনে লড়তে রাজি। তবে, ‘হাম’, রাষ্ট্রীয় লোকমঞ্চ এবং লোক জনশক্তি পার্টি দর কষাকষি চালাচ্ছে।
Bihar election
আসন সমঝোতার আগেই বিহারের কেন্দ্রে প্রার্থী ঘোষণা নীতীশের

×
মন্তব্যসমূহ :0