আগামী ফ্রেঞ্চ ওপেনের আগেই প্রায় ছয়মাসের সম্পর্ক ছিন্ন করলেন জোকোভিচ ও এন্ডি মারে। বিশ্বের প্রাক্তন একনম্বর টেনিস তারকা তার কোর্টের প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের কোচের পদে আসেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেও জোকোভিচ হেরে যান আলেকজান্ডার জ্বরেভের কাছে। নিজের ইন্সট্রাগ্রামে মারে জানিয়েছেন ' নোভাককে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। তার দলের সমস্ত সদস্যকেও ধন্যবাদ ।এই ছয় মাসে তারা যথেষ্টই কঠোর পরিশ্রম করেছেন । নোভাককে আগামী মরশুমের জন্য অনেক শুভেচ্ছা '। পাল্টা জোকোভিচ জানিয়েছেন ' এন্ডি তোমায় ধন্যবাদ আমায় সমর্থন ও কঠোর পরিশ্রমের জন্য । কোর্ট এবং কোর্টের বাইরে আমাদের বন্ধুত্বকে আমি উপভোগ করেছি এই ছয়মাসে '। আগামী সপ্তাহেই জেনেভা ওপেনে নামবেন জোকোভিচ। তারপর রোঁলা গাঁরোতে নিজের চতুর্থ ফ্রেঞ্চ ওপেন খেতাব জিততে নামবেন আগামী ২৫মে তারিখে।
novak djokovic & andy murray part ways
বিচ্ছেদ ঘটল জোকোভিচ ও মারে জুটির

×
Comments :0