বছর ঘুরলেও ক্ষোভের আগুন জেগে আছে। জলপাইগুড়ি থেকে কলকাতার রাসবিহারি, বৃহস্পতিবার মধ্যরাতে, সেই ক্ষোভেরই সাক্ষী থাকল বাংলা। আর জি কর ঘটনার অতিক্রান্ত এক বছর - তিলোত্তমা বিচার হীন। এই স্লোগান উঠেছে রাজ্যজুড়ে। কোনো টালবাহানা চলবে না। আর জি করে ঘটনায় দ্রুত বিচার দুষ্কৃতকারীদের যথোপযুক্ত শাস্তির দাবীতে রায়গঞ্জ শহরে শুরু হয়ে গেল ধর্না বিক্ষোভে সামিল বহু মানুষ। ডাক দিয়েছে প্রতিবাদী মেয়েদের দল।
রায়গঞ্জে রাত দখল।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জ ছাড়াও রায়গঞ্জ ঘড়ি মোড়ে শুরু হয়ে গেল রাত জাগো আন্দোলন। রায়গঞ্জ সম্মিলিত প্রতিবাদী মহিলা সহ হাজার হাজার মানুষের স্বর পৌছে দিতে হবে সি বি আই থেকে আদালতের দোরগোাড়ায়। যতদিন না পর্যন্ত অভয়ার বাবা মায়ের দাবি মান্যতা পাবে না ততদিন গ্রাম থেকে শহর প্রতিবাদে মানুষকে সঙ্গে নিয়েই বৃহত্তর আদোলনের আহ্বান বক্তাদের। জলপাইগুড়ি নাগরিক সংসদের রাত দখল কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে কদমতলা মোড়ে বিরাট জমায়েত করেন অসংখ্য মানুষ। মশাল নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত করে তোলে ছাত্র যুবরা। প্রতিবাদী মানুষের রাত দখলের কর্মসূচিতে শুরুতে বক্তব্য রাখেন জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্না বাগচী, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড: হিরন্ময় বিশ্বাস,আশাকর্মী চুমকী দাস সহ অন্যান্যরা সঙ্গে চলে প্রতিবাদী সংগীত, নৃত্য সহ সাংস্কৃতিক কর্মসূচি। জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত বলেন মহিলাদের উদ্যোগে জলপাইগুড়িতে রাত দখলের কর্মসূচি চলছে অসংখ্য মানুষ গত এক বছর পূর্তিতে রাস্তায় নেমেছেন জলপাইগুড়ির প্রতিবাদী চরিত্রকে আমরা কুর্নীষ জানাই। অভয়ার বিচারের দাবিতে লড়াই জারি রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।রাত ১২ টায় কদমতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন নাগরিক সংসদের আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত। জলপাইগুড়িতে প্রাক্তন ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস বলেছে, অভয়া থেকে তমন্না, আমরা ভুলব না। ভুলতে দেব না। যতদিন বিচার না মিলবে রাস্তায় নামবে প্রতিবাদ। হওড়ার সালকিয়া বা মেদিনীপুর শহরের রিং রোড সাক্ষী থেকেছে এমনই প্রতিবাদের।
হাওড়ার সালকিয়ায় প্রতিবাদ মিছিল।
অভয়া মঞ্চের আহ্বানে কলকাতার বহু জায়গায় হয়েছে রাত দখল। নেতাজীনগর থেকে রাসবিহারী বা বাঁশদ্রোণী- বহু জায়গায় জড়ো হয়েছেন নাগরিকরা। গানে, কবিতায় প্রতিবাদের ভাষা ধ্বনিত হয়েছে মধ্যরাতে।
Comments :0