আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু রবিবারও কমলা সতর্কতা থাকছে। শনিবার সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টির পেয়েছে গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২১ মে পর্যন্ত বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই চার জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে আর্দ্রতা জন্য অস্বস্তি অনুভূত হবে। শনিবারে থেকে রবিবার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া হুগলি তে মাঝারি বৃষ্টিপাত হবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। হওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সোমবার থেকে বৃষ্টির পরিমান কমলেও বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণের সব জেলায়। বুধবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ২২ মে পর্যন্ত এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলা গুলিতে থাকছে হলুদ সতর্কতা।
Weather
ঝড়বৃষ্টি সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণে, উত্তরে জারি কমলা সতর্কতা

×
Comments :0