Indian Army

অপারেশন মহাদেবে নিহত পহেলগাম হামলার মূল চক্রি, দাবি ভারতীয় সেনার

জাতীয়

পহেলাগামে সন্ত্রাসবাদী হামলার সাথে যুক্ত থাকা তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হলো ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথ অভিযানে। ভারতীয় সেনার পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মহাদেব’। 
লস্কর-ই-তৈয়বার সুলেমানকে ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর সুলেমান পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং হাশিম মুসা নামেও পরিচিত ছিল। সেনা সূত্র নিশ্চিত করেছে যে সোমবার সকালে শ্রীনগরের কাছে এক সংঘর্ষে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। অপারেশন মহাদেব নামে এই অভিযানে আরও দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে, আবু হামজা এবং ইয়াসির। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের নিরাপত্তা বাহিনী এই যৌথ অভিযানের অংশ ছিল।

ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এর আগে পোস্ট করা হয়েছিল যে নিরাপত্তা বাহিনী লিদওয়াসে অপারেশন মহাদেব শুরু করেছে। লেখা হয় ‘তীব্র গুলি বিনিময়ের মাধ্যমে তিন সন্ত্রাসবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’ সেনাবাহিনী জানিয়েছে এই অভিযান এখনও শেষ হয়নি।

সূত্রের খবর নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করে অভিযান শুরু করা হয়।

Comments :0

Login to leave a comment