নোবেল শান্তি পুরষ্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে পাকিস্তান। মিশরে শার্ম এল শেখ পিস্ সামিটে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মার্কিন রাষ্ট্রপতিকে পাশে নিয়ে শরিফ দাবি করেন অপারেশন সিঁদুরের সময় ভারত এবং পাকিস্তানের সংঘাত থামানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প। তার মধ্যস্থতায় থেমেছে সেই সামরিক সংঘাত। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ট্রাম্পের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইজরায়েল এবং হামাসের সংঘাত বন্ধ করার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধান আসিফ মুনিরের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রপতি। মুনিরকে নিজের প্রিয় সামরিক কর্তা বলে অভিহিত করেছেন ট্রাম্প।
মিশরের মঞ্চ থেকে শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়, ভারতের প্রধানমন্ত্রী বন্ধু মোদিরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি আমার ভালো বন্ধু, তিনিও একটি ভালো কাজ করেছেন। কোন ভালো কাজ সেটা শোনা যায়নি। তবে আন্তর্জাতিক ওই মঞ্চ থেকে একটি বার্তাও দিয়েছেন ট্রাম্প। নিজেকে শান্তিরদূত প্রতিষ্ঠা করতে তিনি বলেন, ‘আমি মনে করি ভারত এবং পাকিস্তান একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখবে।’
অপারেশন সিঁদুরের সময় ভারত এবং পাকিস্তানের সামরিক সংঘাত দুই দেশের সেনা স্তরে আলোচনার পর থেমেছে বলে দাবি করা হয় ভারতের পক্ষ থেকে। কিন্তু দুই দেশের ঘোষণার আগেই ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক। সংসদে আলোচনায় নরেন্দ্র মোদি নিজে বলেছেন, কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপে এই সংঘাত থামেনি। কিন্তু মিশরে শরিফ এবং ট্রাম্পের মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ভারতের বিদেশ নীতির যেই মূল বৈশিষ্ট তা তৈরি হয়েছিল নেহেরু সরকারের সময়েই। মূলত আটটা বিষয়ের ওপর ভীত করে তৈরি হয়েছে ভারতের বিদেশ নীতি। প্রথম যেই বিষয়ের ওপর উল্লেখ করা হয়েছে তা হলো জোট নিরপেক্ষতা, পঞ্চশীল, উপনিবেশবাদ এবং আধিপত্যবাদের বিরোধীতা করা, বর্ণ বিদ্বেশের বিরোধীতা, যে কোন আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান, নিরস্ত্রীকরণ, পিছিয়ে পড়া দেশ গুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্র গুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বর্তমান সময় দাঁড়িয়ে এই সব নীতি থেকে সড়ে এসেছে ভারত। নরেন্দ্র মোদি সরকার কার্যত মাথা নত করেছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে।
Trump Pakistan
শান্তি পুরষ্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান

×
Comments :0