Bihar

বিহারের হাসপাতালে গুলি করে খুন রোগীকে

জাতীয়

বিহারের হাসপাতালের আইসিইউতে ঢুকে খুন করা হলো রোগীকে। হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে পাঁচজন ব্যাক্তি হাতে বন্দুক নিয়ে হাসপাতালের কেবিনে ঢুকছে। তারপর খুন করার পর বেড়িয়ে আসছে। পুলিশ সূত্রে খবর নিহত চন্দন মিশ্রের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য প্যারলে আছেন তিনি। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতের প্রতিপক্ষ গ্যাংয়ের দ্বারা তিনি খুন হয়েছেন। একাধিক খুনের অভিযোগ থাকা চন্দন মিশ্র বক্সারের ভাগোলপুর জেলে ছিলেন। শারিরীক কারণে তাকে পাটনার পারাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই এদিন ভোরে তাকে খুন করা হয়। এই ঘটনায় প্রশ্ন উঠছে কি ভাবে পাঁচজন হাতে বন্দুক নিয়ে হাসপাতালে ঢুকে এই কাজ করতে পারলো। 
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভেঙে পড়া আইনশৃঙ্খলার চিত্র বার বার সামনে আসছে এর আগে প্রকাশ্যে খুন করা হয়েছে ব্যবসায়ী গোপাল খেমকা, বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত এবং আইনজীবী জীতেন্দ্র মাহাতো। 
বিজেপি এবং নীতিশের জোট সরকারকে এই আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে কংগ্রেস এবং আরজেডি। হাসপাতালে খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেছেন, ‘‘শাসক দল ঘনিষ্ট লোকেরা হাসপাতালের আইসিইউতে ঢুকে রোগীকে গুলি করে খুন করছে। আদৌ কি বিহারে কেউ নিরাপদ? ২০০৫ সালের আগে কি এই চিত্র দেখা যেতো?’’
বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিং জানিয়েছেন গোটা বিষয়ের তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

Comments :0

Login to leave a comment