Trump Gaza

ইজরায়েলকে মদত দিয়ে মধ্য প্রাচ্যে শান্তি নিশ্চিত করা যাবে না, ট্রাম্পকে ইরান

আন্তর্জাতিক

আট মাসে আটটি সংঘাত সমাধানের দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রপতি। ইজরাবেলের জাতীয় আইনসভা নেসেটের বক্তৃতার পরই ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একইসঙ্গে ‘শান্তির জন্য রাষ্ট্রপতি’ এবং ‘যুদ্ধের জন্য রাষ্ট্রপতি’ থাকতে পারেন না। 
গত জুনেই ইজরায়েলের সঙ্গে আমেরিকার সরাসরি ইরানের ওপর আক্রমণে নেমে পড়ে। ইরানে বোমাবর্ষণের পর ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র নিশ্চিহ্ন করে দিয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত। এই দাবির বিজ্ঞানসম্মত প্রমাণ যদিও হাজির করতে পারেনি তাঁর প্রশাসন। 
আরাঘচি বলেছেন, বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল বুঝিয়ে আক্রমণ চালিয়েছেন ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি কোনও সংঘাতের লক্ষ্যে চালানো হয় না। বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্য এই কর্মসূচিতে ব্যবহার করা হয় পরমাণু জ্বালানিকে।
ট্রাম্প ইজরায়েলে বলেছিলেন যে হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি কেবল সংঘাত থামাবে না। মধ্য প্রাচ্যে স্থিতিশীলতাকে নিশ্চিত করবে।   
আরাঘচি বলেছেন, মধ্য প্রাচ্যে স্থিতিশীলতার প্রধান বিপদ ইজরায়েল। আমেরিকাই এই ইজরায়েলের প্রধান মদতদাতা। ইজরায়েলকে মদতের নীতি নিয়ে চলে আমেরিকার রাষ্ট্রপতি মধ্য প্রাচ্যে স্থায়িত্বের নিশ্চয়তা দিতে পারেন। 
ইজরায়েল এবং প্যালেস্তাইনের বন্দি বিনিময় চলছে সোমবার থেকেই। ২ হাজার প্যালেস্তিনীয়কে ছাড়া হয়েছে ইজরায়েলের জেল থেকে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আরও ১০ হাজার প্যালেস্তিনীয়কে ইজরায়েল বন্দি করে রেখেছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন সংগঠন। ইজরায়েলের জেলে বন্দিরা ফিরে এসে বলেছেন নিয়মিত জেলের মধ্যে তাঁদের ওপর চলত মানসিক ও শারীরিক অত্যাচার। 
ইজরায়েল এখন প্যালেস্তাইনের অপর প্রান্ত ওয়েস্ট ব্যাঙ্কে নাগরিক এলাকায় বাহিনী নামিয়ে ধরপাকড় চালাচ্ছে। 
সোমবার মিশরে ‘শান্তির জন্য শীর্ষবৈঠকে’ দেখা গিয়েছে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যানতিনোকে। 
বিভিন্ন অংশ বলেছে যে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব কিভাবে কার্যকর করা হবে তা স্পষ্ট নয়। গাজার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্যালেস্তিনীয়দের অধিকার কতটা থাকবে তা নিয়ে ভালোরকম সংশয় রয়েছে।

Comments :0

Login to leave a comment