দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো ওই ছাত্রীর সহপাঠীকে। আসানসোল পুলিশ বলেছে যে নির্যাতিতার বয়ান অনুযায়ী ধর্ষণ করেছে একজনই। ধৃত বাকি পাঁচ অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার সকালে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশের তরফে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার পরিবারকে আমাদের সমস্ত আধিকারিকের মোবাইল নম্বর দেওয়া আছে। আমরা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছি এবং ফরেন্সিক দল এসেও অনেক নমুনা সংগ্রহ করেছে।’
তিনি বলেন যে নির্যাতিতার সহপাঠীকে নিয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। এখনও পর্যন্ত যে বিভিন্ন নমুনা পাওয়া গিয়েছে এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী, এক অভিযুক্তই ধর্ষণ করেছেন। বাকিদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।"
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে মাইকেল মধুসূদন কলেজ থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত মিছিল করে সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটি। মিছিলের শেষে প্রতিবাদসভা সংঘটিত করা হয়। এই সবাই বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী ও সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ নেতৃবৃন্দ। ঘটনার পর থেকেই এলাকায় মহিলাদের নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
দুর্গাপুরে নির্যাতিতা ছাত্রীর বাবা এদিন বলেছেন, ‘‘প্রশাসনের তরফ থেকে তো এখানে কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। তবে আমার রাজ্য থেকে এসপি, ডিএসপি সবাই ফোন করছেন, আমার সঙ্গে কথা বলছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি, আমি এই কলেজ থেকে মেয়েকে টিসি করিয়ে নিয়ে গিয়ে ভুবনেশ্বরে ভর্তি করাবো।’’
উল্লেখ্য, আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় বেআব্রু করেছিল শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন এরপর রাজ্য জুড়ে ঘটেছে একাধিক ধর্ষণের ঘটনা। তারপরও রাজ্য সরকার নিরাপত্তার প্রশ্নে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এদিন দুর্গাপুরে এসে ওডিশার বিজেপি নেতারা বিক্ষোভ দেখান। ওডিশার মুখ্যমন্ত্রী কথা বলেছে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার। তবে ওডিশাতেও বিজেপি সরকারে আসীন হওয়ার পর একের পর এক নারী নিগ্রহের ঘটনা দেখা গিয়েছে।
Durgapur Gang Rape
দুর্গাপুর ধর্ষণে ধৃত সহপাঠীও, শাস্তির দাবিতে বিক্ষোভ সিপিআই(এম)’র

×
Comments :0