আটকে থেকে সরকারি আধিকারিকদের বের করার জন্য বিকাশ ভবনে লাঠি চালিয়েছে পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা বললেন বিধাননগর পুলিশের এক আধিকারিক।
ওই আধিকারিক বলেন, অনেক বার বলার পরেও আন্দোলনকারীরা ওঠেননি। তাই বাধ্য হয়ে লাঠি চালিয়েছে পুলিশ।
উল্লেখ্য এই পুলিশ নীরব ছিল যখন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। হেলমেট দিয়ে মারা হয় আন্দোলনকারীদের। সংবাদমাধ্যমের কর্মীদের ওপরেও হয় আক্রমণ। গোটা ঘটনার সময় দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ।
এদিন পুলিশের আক্রমণে আহত হয়েছেন চাকরি হারারা। অনেকের মাথা ফেটেছে, অনেকের চোট লেগেছে। পুলিশের দাবি আন্দোলনকারীরাও তাদের ওপরে হামলা চালিয়েছে। কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে জানান হয়েছে পুলিশের দাবি মিথ্যা।
বিধাননগর পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে আন্দোলনকারীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু যখন এই ঘটনা ঘটছে বা যখন এই ঘটনা ঘটেছে তারপরেও বিকাশ ভবনের আশেপাশে কোন অ্যাম্বুলেন্স লক্ষ করা যায়নি।
Bikash bhawan
আধিকারিকদের বাইরে আনার জন্য লাঠিচার্জ, বলছে পুলিশ

×
Comments :0