Swarupnagar Panchayat

হিসেব চাওয়ার মার, স্বরূপনগরে প্রধানের বিরুদ্ধে সরব তৃণমূলেরই সদস্য

জেলা

প্রধানের সঙ্গে ধাক্কাধাক্কি ছড়ে গিয়েছে সদস্যের হাত।

অর্থ খরচের হিসেব চাওয়ায় পঞ্চায়েত সদস্য আক্রান্ত হলেন। আক্রান্ত সদস্যের অভিযোগ, পঞ্চায়েত প্রধানই মেরেছেন তাঁকে। 
স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতে এই গোলমাল হাতাহাতিতে পৌঁছে যায়। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলের সদস্য সোচ্চার।
পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড়ের অভিযোগ, বিগত তিন বছর প্রধান কোনও হিসাব দেন না। হিসেব চাইতে যান তিনি। প্রধান তাঁকে মারেন, ধাক্কা দেন। 
পঞ্চায়েত সদস্যের অভিযোগ, প্রধান ব্যক্তিগত কারণে গাড়ি ব্যবহার করে পঞ্চায়েতের টাকায় খরচ মেটান। পঞ্চায়েতের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।
অভিযোগ, পঞ্চায়েতের সভার খাতায় সকলের সই করিয়ে নিয়ে প্রধান বলছেন যে সবাই সই করে দিন। আমি যা লেখার লিখে নেবো। সদস্য পিঙ্কি প্রতিবাদ করায় তর্ক শুরু। তারপর ধাক্কাধাক্কি।
জানা গিয়েছে পিঙ্কি রায় হোড় এবং প্রধান, উভয়েই প্রশাসনে অভিযোগ জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment