kolkata metro

ফের মেট্রোয় বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

কলকাতা

বৃহস্পতিবার ফের ব্যাহত হলো মেট্রো পরিষেবা। এদিন বেলা ১২টা ২০ মিনিট নাগাদ মেট্রোর পক্ষ থেকে জানানো হয় যে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রযুক্তিগত কারণে মেট্রো চলাচল বন্ধ রাখা হচ্ছে। যার ফলে ব্যস্ত দিনে কাজের সময় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত প্রায় ১২টি ৫০ মিনিট পর্যন্ত চলছিল মেট্রো চলাচল। 
গতকাল মেট্রোয় সমস্যার কারণে দক্ষিণেশ্বর বদলে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলেছিল। সোমবারও ব্যস্ত সময়ে কবি নজরুল স্টেশনে একটি মেট্রো রেক খারাপ হয়ে গিয়েছিল। যার জন্য মটালিগঞ্জ স্টেশনের পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা।
প্রধানমন্ত্রী এসে ঘটা করে নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন। কিন্তু নতুন রুট চালু হলেও পুরনো মেট্রো রুটে প্রতিদিন কোন না কোন সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন