Maharashtra

ভোটের মুখে মহারাষ্ট্রে বাজেয়াপ্ত পাঁচ কোটি টাকা

জাতীয়

বিধানসভা নির্বাচনের আগে পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করলো পুনের গ্রামীন পুলিশ। সোমবার নাকা চেকিংয়ের সময় মুম্বাই বেঙ্গালুরু হাইওয়েতে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই টাকা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকের উপস্থিতিতে বাজেয়াপ্ত হওয়া টাকা গোনা হয়। চার জন ব্যাক্তি ওই গাড়িতে ছিলেন। 

অন্যদিকে সোমবার সঞ্জয় রাউথ এক্সহ্যান্ডেলে পোস্ট করেন যে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিব সেনা বিধায়কের গাড়ি থেকে ১৫ কোটি টাকা পাওয়া গিয়েছে।

২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট। ইন্ডিয়া বনাম এনডিএ’র লড়াই। গত বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হলেও পরবর্তী সময় শিবসেনা এবং এনসিপি ভাঙিয়ে সরকার গঠন করেন তারা। তবে লোকসভা নির্বাচনে ওই রাজ্যের ধাক্কা খেয়েছে বিজেপি। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন