Rajnath Singh

জম্মুর সেনা ঘাঁটিতে রাজনাথ

জাতীয়

পহেলগাম কান্ডের পর জম্মু এবং কাশ্মীরে গেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘‘গোটা বিশ্ব দেখেছে কি ভাবে পাকিস্তান পরমানু অস্ত্রের ভয় দেখিয়েছে ভারতকে। কিন্তু ভারতীয় সেনা তাদের সেই ভয়কে কোন গুরুত্ব দেয়নি। জম্মুর মাটি থেকে আমি প্রশ্ন করতে চাই, পরমানু অস্ত্র কি পাকিস্তানের মতো দায়িত্ব জ্ঞানহীন একটি দেশের হাতে নিরাপদ?’’ তিনি আরও বলেন, পাকিস্তানের পরমানু অস্ত্রের পর্যবেক্ষন প্রয়োজন। 

রাজনাথ সিং এদিন সেনা ঘাঁটিতে গিয়ে সেনা আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলেন। উল্লেখ্য পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতীয় সেনা তাদের পরমানু কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে, যা প্রমান দিয়ে পরবর্তী সময় কারিজ করে দিয়েছে ভারতীয় সেনা। 

গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকারের দাবি সেনার এই প্রত্যাঘাতে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। নটি সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পহেলগাম হামলায় যারা মূল অভিযুক্ত তাদের ধরা যায়নি। তল্লাসি চলছে, তিনজনের নামে হুলিয়া জারি করা হয়েছে।  

Comments :0

Login to leave a comment