Gujarat

গুজরাটের স্কুলে ছাত্রের হাতে ছাত্র খুন

জাতীয়

গুজরাটের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রের হাতে খুন দশম শ্রেণির ছাত্র। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর মঙ্গলবার নিহত ছাত্র নায়েক স্কুল ছুটির পর যখন তার ক্লাস থেকে বাইরে আসে বাড়ি যাওয়ার জন্য সেই সময় তাকে ঘিরে ধরে অষ্টম শ্রেণির কয়েকজন পড়ুয়া। দুই পক্ষের মধ্যে বচসা চলাকালিন হঠাৎ করে অভিযুক্ত পড়ুয়া স্কুল ব্যাগ থেকে ছুড়ি বের করে আঘাত করে দশম শ্রেণির ওর পড়ুয়াকে। 
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় আহত অবস্থায় ওই পড়ুয়া স্কুলের বারান্দা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
গোটা ঘটনার খবর সামনে আসার পর স্থানীয়রা এবং স্কুলের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় বুধবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে অভিযুক্ত নিজেকে বাঁচাতে স্কুলের পিছন দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে স্কুলের নিরাপত্তা কর্মীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়।
প্রশ্ন এখানেই কি ভাবে একজন পড়ুয়া ব্যাগে করে অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করলো? সূত্রের খবর গোটা বিষয়ের তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment