২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিপুল হারে বেড়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাত। গতকাল আয়কর বিভাগের পক্ষ থেকে তাকে নোটিশও পাঠানো হয়েছে। শুক্রবার অভিযুক্ত এই মন্ত্রীর চাঞ্চল্যকর ভিডিও এক্সহ্যান্ডেলে পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন উদ্ধব থ্যাকারে শিবসেনার নেতা সঞ্জয় রাউথ।
রাউথের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে শিরসাত তার ঘরে বসে আছেন, সামনে ট্রলি ভর্তি টাকা। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশকে কটাক্ষ করে রাউথ লিখেছেন, ‘‘এই সব দেখে মুখ্যমন্ত্রী ফড়ণবিশের জন্য খারাপ লাগে। আর কতদিন অসহায় ভাবে তাকে এই সব দৃশ্য দেখতে হবে।’’
ভিডিও সামনে আসার পর শিবসেনা (শিন্ডে) মন্ত্রী দাবি করেছেন তার ট্রলিতে কোন টাকা নেই, সেখানে জামা রয়েছে। তিনি বলেছেন, ‘‘কয়েকজনের অভিযোগের ভিত্তিতে আয়কর বিভাগ নোটিশ পাঠিয়েছে। বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আয়কর বিভাগের কাছে বাড়তি সময় চেয়ে নিয়েছে। সব নথি জমা দেবো যা তারা চেয়েছে।’’
Maharashtra
শিবসেনা (শিন্ডে) মন্ত্রীর সামনে ট্রলি ভর্তি টাকা, শুরু হয়েছে বিতর্ক

×
Comments :0