বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়৷ তাকে উদ্ধার করে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।
জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিশের কাছেই স্পষ্ট নয় এখনও৷ স্পষ্ট নয় কলেজ কর্তৃপক্ষের কাছেও৷ ওই ছাত্রীর সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ ও কর্তৃপক্ষ। ঘটনার খবর পাওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অস্থায়ী রেজিস্ট্রার সহ সবাই ক্যাম্পাসে চলে আসেন।
জানা গিয়েছে, হাসপাতালে মৃতার পরিবার গিয়েছে৷ নিমতাতে বাড়ি মৃতার। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে জলে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। সহপাঠীরাই তাকে উদ্ধার করে। শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। পরনের পোশাকেও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি
ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই সময়
ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল পাশেই। তারই মধ্যে এই ঘটনা৷ জলে কি নিজে পড়ে গেল না কি কেউ ধাক্কা দিল? সবটাই দেখা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে আরও স্পষ্ট হবে বিষয়টা৷ মনে করছে পুলিশ৷
মন্তব্যসমূহ :0