Supreme Court Street Dog

পথ কুকুর সংক্রান্ত নির্দেশ খতিয়ে দেখার আশ্বাস দিলেন প্রধান বিচারপতি

জাতীয়

পথ কুকুর সংক্রান্ত নির্দেশ খতিয়ে দেখার আশ্বাস দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লির বিভিন্ন রাস্তা থেকে পথ কুকুরদের অন্যত্র, নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করার জন্য।
২০২৪ সালে কনফারেন্স ফর হিউম্যান রাইট্‌স (ইন্ডিয়া) নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের বিষয়ে একটি জনস্বার্থ মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে। 
দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়, প্রশাসনকে আইন মেনে পদক্ষেপ করতে হবে। কোনও পরিস্থিতিতেই পথ কুকুরদের হত্যা করা যাবে না। সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করাই সাংবিধানিক মূল্যবোধের পরিচায়ক। সকলকে তা মানতে হবে। 
সম্প্রতি দিল্লিতে পথ কুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, রাজধানী নয়াদিল্লি, দিল্লি পৌরসভা এবং নয়াদিল্লি পৌরসভার প্রশাসনকে দ্রুত সকল এলাকা থেকে পথ কুকুরদের স্থানান্তরিত করতে হবে। মঙ্গলবার আর এক নির্দেশিকা জারি করে জানানো হয় কোন উচ্ছিষ্ট খাবার খোলা জায়গায় ফেলা যাবে না, ঢেকে রাখা ডাস্টবিনে ফেলতে হবে।

Comments :0

Login to leave a comment