KASHMIR

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন সন্ত্রাসবাদী

জাতীয়

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন সন্ত্রাসবাদী। সূত্রের খবর নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে প্রথমো গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জাওয়ানরা। দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিনজন সন্ত্রাসবাদীর। সংবাদমাধ্যম সূত্রে খবর কাশ্মীরের কুলগামে শুরু হয় গুলির লড়াই। তারপর তা চলে শোপিয়ানে জঙ্গল পর্যন্ত। গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয় কুটনৈতিক সংঘাত। ওই দিনের ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠন।

গত ৭ মে ন’টি সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ভারতীয় সেনা। সেনার ‘অপারেশ সিঁদুরে’ গুঁড়িয়ে যায় ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি। সেদিন সেই আক্রমণের প্রত্যাঘাত হিসাবে সীমান্ত এলাকায় চলে পাকিস্তান সেনা বাহিনীর ড্রোন হামলা। ১৩ জন ভারতীয় নিহত হন। হামলা চালানো হয় স্কুল, হাসপাতালে। পাল্টা আক্রমণ করে ভারত। শনিবার দুই পক্ষের তরফ থেকে যুদ্ধ বিরতি ঘোষনা করা হয়। গতকাল দুই দেশের ডিজিএমওদের বৈঠকের পর জানানো হয় এই যুদ্ধ বিরতি চলবে। কিন্তু যেদিন এই ঘোষনা হলো সেদিনই ফের সন্ত্রাসবাদীদের এই আক্রমণ নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ভারতীয় সেনার পক্ষ থেকে বার বার জানানো হয়েছে লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেখানে পাকিস্তান সেনা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে তাদের আড়াল করছে।  

Comments :0

Login to leave a comment