ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকের পর কাঁচের জলের বোতল ছুঁড়ে ভাঙতে গিয়ে হাতে চোট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল বাদানুবাদের জেরেই এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, তৃণমূল সাংসদ একটি কাঁচের জলের বোতল তুলে টেবিলে আছড়ে মারায় দুর্ঘটনাবশত নিজেই চোট পান। চারটি সেলাই হয়েছে তার। পরে তাঁকে মিটিং রুমে নিয়ে যেতে দেখেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আপ নেতা সঞ্জয় সিং।
পার্লামেন্ট অ্যানেক্সে অনুষ্ঠিত এই বৈঠক এই ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত করতে হয়।
Waqf Bill
ওয়াকফ বিলের মিটিং-এ ‘চোট’ পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

×
মন্তব্যসমূহ :0