Accident

পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত ২

রাজ্য জেলা

পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২। গুরুতর আহত ১২ জন। জানা গেছে দীঘা গামী সরকারী স্টেটবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। এই ঘটনায় লরি চালক ও এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বাসের চালক সহ ১২ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর জখমদের  তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের চন্ডীপুরের এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। 

এদিন সকাল দশটা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে চন্ডিপুর থানার বৃন্দাবনপুরে দীঘা গামী একটি সরকারি বাস এবং নন্দকুমারগামী একটি পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি পাশের নয়নজুলিতে পড়ে যায়। লরির সামনের অংশ দুমড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন বাস এবং লরি উভয়ে গতি বেশি ছিল। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তারা কম বেশি আহত হয়ে চন্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্ডিপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন।

Comments :0

Login to leave a comment