Entally death

এন্টালিতে চাঙড় ভেঙে মৃত্যু ২ নিরাপত্তা কর্মীর

কলকাতা

নির্মীয়মান বাড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন দুই নিরাপত্তা কর্মী। আচমকা চাঙড় ভেঙে পড়ে তাঁদের ওপর। রবিবার রাতে এই ঘটনায় ২ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
এন্টালি থানা এলাকায় রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। 
চাঙড় পড়ার আওয়াজে স্থানীয়রা ছুটে আসেন। পুলিশকে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 
দুই কর্মী মনসুর আহমদ(৪০) ও আকবর আহমেদ (৩৫), দুজনের বাড়িই তপসিয়া এলাকায়। পুলিশ নির্মীয়মান বাড়িটির মালিকের খোঁজ করছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন