১৬ নং জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই মহিলার। বুধবার সকল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানার ঈশ্বরীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি ডাম্পার ধাক্কা মেরে নয়নজলিতে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হল দুই মহিলার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম ময়না মন্ডল(৬০), মিনা মন্ডল(৫০)। মৃতেরা একই পরিবারের সদস্য সম্পর্কে তাঁরা দুই জা। ঈশ্বরীপুর এলাকায় তাদের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দুই জা দেউলটি বাজারে যাওয়ার জন্য জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় কোলাঘাটের দিকে একটি ডাম্পার পিছন দিক থেকে এসে তাদের ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। মৃতদেহ তুলতে আসলে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয়। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন উলুবেড়িয়ায় এসডিপিও শুভম যাদব। প্রায় আধঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে দেয়। দেহদুটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাঠিয়ে দেয়।
ACCIDENT IN BAGNAN
বাগনানে ডাম্পারের ধাক্কায় মৃত দুই

×
Comments :0